পদ্মা সেতু উদ্বোধনের জন্য পরীক্ষা পরিবর্তন অবিবেচনাপ্রসূত!

একটি সেতুর উদ্বোধনের জন্য ২০লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থীর পরীক্ষার তারিখ পরিবর্তন অবিবেচনাপ্রসূত l

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সাপ্তাহিক ছুটির দিনে করলে নির্ধারণ করলে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হত না l একটু বিবেচনাবোধও সরকারের নেই l
আমাদের মত দেশে একটি সেতুর উদ্বোধন গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু জাতির সর্বোচ্চ বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে না l সেতু উদ্বোধনকে ঘিরে অনাবশ্যক বর্ণাঢ্য অনুষ্ঠানের কারণে এসএসসি পরীক্ষা গুরুত্বহীন করায় প্রমাণ হয়েছে – আওয়ামীলীগের কাছে জনগণের অগ্রাধিকার নেই l

পরীক্ষার তারিখ পরিবর্তন করব সরকার লাখ লাখ শিক্ষার্থী এবং অভিভাবকের কাছে কোনরকম দূঃখ প্রকাশের প্রয়োজনবোধ করেনি l এটা জনগণের অস্মানের শামিল, যা কারও কাম্য নয়
-আ স ম আব্দুর রব ( সভাপতি-জেএসি)

অনূভুতি

কষ্ট হল এমন এক অনুভূতি যা মানুষের মনে অবধারিত। একটা মানুষ নিজের কষ্টের ব্যক্ত করে উঠতে পারে না তাই বিভিন্ন কষ্টের বা দুঃখের উক্তি এর শান্তি নিয়ে নিজের বেদনার প্রকাশ।কষ্ট ভাগাভাগি করতে শেখো, এটি তোমাকে অনেক সাহায্য করবে। জীবন যত কষ্টকর হবে, সফলতার পথ তত মলীন হতে থাকবে। প্রতিটি ইচ্ছা পূরণের পিছনেই রয়েছে একটি চরম কষ্টভরা ঘটনা। যে কখনো কষ্ট করেনি, সে কখনো জানবেও না কষ্টের ফল কতটা মিষ্টি।

@rafiul17